৭৫ শতাংশ কর্মী ছাঁটাই করছে উইট্রান্সফার
ইতালির অ্যাপ ডেভেলপার প্রতিষ্ঠান বেন্ডিং স্পুন্স তাদের ফাইল শেয়ারিং প্ল্যাটফর্ম উইট্রান্সফারের ৭৫ শতাংশ কর্মী ছাঁটাই করবে। রবিবার এক বিবৃতিতে প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা লুকা ফেরারি একথা জানান। খবর রয়টার্স।
ফেরারি রয়টার্সকে বলেন, এখনও কর্মী ছাঁটাইয়ের বিষয়টি পুরোপুরি নির্ধারণ না করার কারণে এই মুহুর্তে বিস্তারিত বলতে পারছি না।
গত জুলাইয়ে ইটালিভিত্তিক অ্যাপ কোম্পানিটি উইট্রান্সফার কিনে নেয়ার মাধ্যমে চলতি বছরের পঞ্চম অধিগ্রহণ সম্পন্ন করে। এর আগে গত ফেব্রুয়ারিতে ১৫৫ মিলিয়ন বিনিয়োগের মাধ্যমে কোম্পানিটির ভ্যালুয়েশন দাঁড়ায় ২.৫৫ বিলিয়ন ডলার।
উল্লেখ্য, ২০০৯ সালে নেদারল্যান্ডসে উইট্রান্সফার সেবাটি প্রতিষ্ঠিত হয়।
ডিবিটেক/বিএমটি







